নিউজডেস্ক: দার্জিলিং এ মধুচন্দ্রিমায় যাচ্ছিলেন নবদম্পতি। কিন্তু চলন্ত ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল নববধূ। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ রেলস্টেশনের কাছে। নিখোঁজ বধূর স্বামী কিশনগঞ্জ রেল পুলিশে মিসিং ডায়েরি করেছেন গত শুক্রবারই। ঘটনার তিনদিন পাড় হয়ে গেলেও খোঁজ মেলেনি নববধূর। বিয়ের পর রাজধানী এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাচ্ছিলেন দার্জিলিং এ মধুচন্দ্রিমায় যাবেন বলে।
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ঐ বধূর নাম কাজল কুমারী(২৩)। গত ২৭ জুলাই স্বামী প্রিন্স কুমারের সাথে মুজফফরপুর থেকে রাজধানী এক্সপ্রেসের বি-৪ কোচে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার সকালে ট্রেন কিশনগঞ্জ স্টেশনে ঢোকার আগে টয়লেটে যান কাজল। বেশ কিছুক্ষন অপেক্ষা করার পরও কাজল ফিরে না আসায় কোচে খোঁজাখুজি শুরু করেন প্রিন্স। অনেক খোঁজাখুঁজির পরও স্ত্রীর খোঁজ না পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে জিআরপিতে গিয়ে অভিযোগ জানান। সেখানে রেলপুলিশ পরামর্শ দেন কিশনগঞ্জ রেল পুলিশে অভিযোগ দায়ের করেন।