ট্যাঙ্কারের পাশে চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খুন না অন্য কোনো রহস্য রয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়। জানা গিয়েছে শনিবার সকালে মাদারীপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের চালকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্হানীয়রা। এরপর খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত চালকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।