২৪ তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো ডালখোলা হাই স্কুল ময়দানে।উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, রাজ্য কমিটির সদস্য পলাশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই জেলা সন্মেলন চলবে দুদিন ধরে। সন্মেলনের আগে একমাস ব্যাপী বিভিন্ন পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে জেলা জুড়ে। আজ এই সম্মেলন উপলক্ষে সিপিআইএম কর্মী ও সমর্থকরা উপস্থিত হন ডালখোলায়।
মোঃ সেলিম বলেন গোটা দেশ যা নিষিদ্ধ তা কি করে সরকারি হাসপাতালে চলছে? তিনি আরো বলেন, প্রয়োজন হলে ছাত্র যুব মহিলা, খেতমজুর, পেসেন্ট পার্টি ডাক্তার প্রয়োজন হলে সবাই মিলে স্বাস্থ্য ভবন অভিযান করতে হবে ।
তিনি আরো বলেন, হাসপাতালে সাপ্লাই এর দুষ্টচক্র আছে তার ব্যবস্থা নেওয়া হয়নি।এইমস প্রসঙ্গে তিনি বলেন, ১০ বছরে এইমস নিয়ে মিথ্যা কথা বলছেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার। যখন বলেছিল রায়গঞ্জে এমস হবেনা তখন কারো সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেন বিজেপি ও তৃণমূল এর মধ্যে কোন তফাৎ নেই ।বাংলাদেশ প্রসঙ্গে এদিন তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র নেই। জোর যার মুল্লুক তার হয়ে গেছে।