নিউজডেস্ক: আর মাত্র ১৫ দিন। তারপরেই পঞ্চায়েত ভোট।কিন্তু ভোটের ঠিক আগেই চাঁচল মহকুমা সদরের প্রাণকেন্দ্র থানাপাড়ায় ভোট বয়কটের ডাক দিয়েছে স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন বাড়ির সামনে লাগানো হয়েছে ভোট বয়কটের বড় বড় ব্যানার। যেখানে লেখা রয়েছে এই বছর ভোট বয়কট করছেন তারা। ব্লক এবং পঞ্চায়েত দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে থাকার পরেও গত পাঁচ বছরে হয়নি একটিও উন্নয়নমূলক কাজ।
এলাকাবাসীর অভিযোগ
বাসিন্দারা জানান, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে থানাপাড়া বুথ থেকে বিজেপি প্রার্থী জয় লাভ করে। তবে পঞ্চায়েত তৃণমূল পরিচালিত হওয়ায় কাজ করার জন্যে তৃণমূলে যোগদান করেন । কিন্তু রাস্তা নিকাশি, আলোসহ কোন কাজ হয়নি এলাকায়। একাধিকবার পঞ্চায়েত প্রশাসনের দ্বারস্থ হয়ে হয়নি সুরাহা। তাই ভোট ডান থেকে এবার বিরত থাকতে চাইছে থানাপাড়ার একাংশ। শুধু ভোট বয়কটের পোস্টার নয় শনিবার সকালে এই নিয়ে পাড়ায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের অভিযোগ দীর্ঘ কুড়ি বছর ধরে রাস্তা কাঁচা। নিকাশি ব্যবস্থার বেহাল দশা। সন্ধ্যের পর জ্বলে নি পথবাতি।
শুরু রাজনৈতিক তর্জা
বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী বিদায়ী পঞ্চায়েত সদস্যের দাবি এলাকায় যথেষ্ট কাজ হয়েছে কিছু কিছু কাজ বাকি থেকে গেছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে বিরোধীরা একযোগে আক্রমণ করেছে তৃণমূলকে। সাথে বিক্ষোভকারীদের বিরোধীদের আহ্বান ভোট বয়কট না করে ভোটের মাধ্যমে জবাব দিন।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।