নিউজডেস্ক:উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে করিম চৌধুরী অনুগামী নির্দল প্রার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ -১ গ্রাম পঞ্চায়েতের বসাক পাড়া এলাকা।
লাঠি, বাঁশের আঘাতে দুই পক্ষের ১০/১২ জন আহত হয়েছেন।আহতদের রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।স্বপন বসাক নামে তৃণমূল প্রার্থীর আঘাত গুরুতর থাকায় তাকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকজন নির্দল সমর্থিত মহিলাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় তারা বাড়ি ফিরতে ভয় পাচ্ছন। পুলিশী পাহাড়ায় তাদের বাড়ি নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছেছে।
প্রসঙ্গত, করিম চৌধুরী তৃনমূলের বিধায়ক। তবে তিনি বিদ্রোহী বিধায়কের তকমা অর্জন করেছেন একাধিক কারনে। এবারের পঞ্চায়েত ভোটে ওনার সমর্থনে নির্দল প্রার্থী হয়েছে অসংখ্য তৃনমূল সমর্থক। অপর দিকে তৃনমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দলীয় চিহ্নে যারা লড়ছে তাদের পক্ষে হয়ে মাঠে নেমেছেন। এছারাও করিম চৌধুরী ও কানাইয়ালাল আগরওয়ালের সম্পর্ক যে তিক্ত তা কারোর জানতে বাকি নেই। ফলে পঞ্চায়েত ভোটের আগে এই সংঘর্ষ যে উভয় গোষ্ঠীর প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে, আতঙ্কিত করছে ভোটার দের তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।