রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার দদগছ গ্রামে।
এই দিন বাড়ির মালিক রোসিমুউদ্দিন জানান, গত বুধবার রাত দুটা নাগাদ তার বাড়িতে সফিলুদ্দিন সহ তার তিন ছেলে রাতের অন্ধকারে এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এমনকি রসীমউদ্দিন তার নিজের জমিতে বেড়া লাগাতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেন। ও তার বাড়িতে আগুন লাগিয়ে দিবে বলে আগে থেকে হুমকি দিয়েছিলেন। এই নিয়ে সপিল সহ তার তিন ছেলের নামে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। রসিমুউদ্দিন আরো জানান, তার উপরে মানসিক অত্যাচার চালাচ্ছে। তার নিজস্ব জমিতে তারের বেড়া লাগাতে প্রতিবাদ করে। এই আগুন লাগার ফলে তার এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। স্থানীয় মেম্বার সহ পুলিশ প্রশাসনের কাছে সুবিচারের দাবি করেছেন তিনি।
অন্যদিকে এ বিষয়ে সফিলুউদ্দিন জানান, রসিমুউদ্দিন যে অভিযোগ করছে সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন ।তার বাড়িতে কিভাবে আগুন লাগছে, সেটা আমরা জানি না। তারা মিথ্যে অভিযোগ করছে।আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি, তারা যেন এই বিষয়টা দেখে যে আমাকে মিথ্যে মামলাতে ফাঁসানোর চেষ্টা করছে রসিমুউদ্দিন।