নিউজডেস্ক: সময় মতো শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসছে না, পড়াশোনা হয় না ঠিক মতো। মিড ডে মিল রান্নার ঠিক নেই।কখনো হয় কখনো না। এইরকম একাধিক অভিযোগ নিয়ে
শনিবার দুপুর ১২ টার সময় উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত সাবধান হাইস্কুলে ছাত্র ছাত্রীরা বোতলবাড়ি সাবধান রাজ্য সড়কে ৬ ঘন্টা ধরে অবরোধ করে রাখে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। সাবধান হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন সাবধান হাইস্কুলে ৪ হাজার ছাত্র ছাত্রী পড়াশোনো করে। ১২ জন মাত্র শিক্ষক রয়েছে। তাই ঠিক মতো সব ক্লাস নেওয়া সম্ভব হয় না আর এতেই ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে। গোটা ঘটনাটি নিয়ে করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং সহ স্কুল পরিদশক এইআইকে লিখিত ভাবে জানানো হয়েছে, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তারা
