বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আজ সকাল থেকেই বিদ্যালয় চত্বরে পোস্টার লাগিয়ে ও নানা দাবি তুলে ধরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের সুপেয় জল, পরিস্কার শৌচাগার, বিদ্যুৎ ব্যবস্থা, মিড-ডে মিলের মান সহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রশাসনের তরফে তাতে সাড়া মেলেনি। প্রতিটি শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো ও পাখার ব্যবস্থা না থাকায় গরমের সময় ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পরিকাঠামোর এই দৈন্যদশার ফলে শিক্ষা ব্যবস্থাও প্রভাবিত হচ্ছে বলে জানান তাঁরা।

তাঁদের আরও দাবি, মিড-ডে মিলের খাবারের মান উন্নত করতে হবে। বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসিটিভি লাগানো খুব প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ এবং বিজ্ঞান বিভাগের জন্য প্রয়োজনীয় উপকরণও দ্রুত সরবরাহ করতে হবে।

এদিনের অবস্থান বিক্ষোভে শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *