প্রায় ৭ সপ্তাহ ধরে বন্ধ মজুরি। বৃহস্পতিবার বকেয়া মজুরির দাবিতে চা বাগানের ম্যানেজারের অফিস ঘরের সামনে বিক্ষোভ শ্রমিকদের।
ঘটনাটি চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চন্দন চা বাগানের । শ্রমিকদের অভিযোগ, প্রায় ৭ সপ্তাহ ধরে মজুরি দিচ্ছে না বাগান কতৃপক্ষ। এতে চরম সমস্যায় পড়েছে কয়েকশো চা শ্রমিক। বারবার মজুরি চাওয়া হলে নানান সমস্যার কথা বলে এরিয়ে যাচ্ছে বাগান কতৃপক্ষ বলে অভিযোগ । ফলে বাধ্য হয়ে এদিন বকেয়া মজুরির দাবি তুলে চা বাগানের ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুর করেন কয়েকশো চা শ্রমিক।
এই ঘটনায় চা বাগান এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও ঘটনাস্থলে পৌছায়।দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন চা শ্রমিকরা।