ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ইসলামপুরের কাজি বস্তি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল মালদা পুলিশ। ইসলামপুর থেকে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। অভিযুক্তের সাবির আলম। বাড়ি ইসলামপুর থানার কাজি বস্তি এলাকায়। অভিযুক্তের স্ত্রীর দাবি গোয়ালপোখর থানার বড়বিল্লা এলাকার সবানি নামে এক সিএসপি মালিক তার স্বামীর একাউন্টে টাকা ঢুকিয়েছে এবং সেই টাকা ওই সিএসপির মালিক নিয়েও নিয়েছেন । জানা গিয়েছে, সোমবার মালদার পুলিশ ও ইসলামপুর থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে ইসলামপুর থেকে সাবির আলম নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তকে পুলিশ মালদা নিয়ে চলে যায়। অভিযুক্ত সাবির আলম পেশায় কৃষিজীবী। গতকাল এই ট্যাব কেলেঙ্কারির ঘটনায় হতবাগ পরিবারের সদস্যরা। যদিও পরিবারের দাবি সবানি নামে এক সিএসপির মালিক তার একাউন্টে টাকা ঢুকিয়েছেন। সেই টাকা পড়ে নিয়ে নিয়েছেন বলে জানান। এতে পরিস্কার চক্রের মুলপান্ডারা এলাকায় একাউন্ট ভাড়া নিয়ে এই ট্যাবের টাকা গায়েব করছে।