২১ জুন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আন্তজার্তিক যোগ দিবস অনুষ্ঠিত হল নবনির্মিত অভিজ্ঞান কক্ষে। মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে ওঠে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানের পরিচালনায় ছিল কলেজের হেলথ ক্লাব, শরীরশিক্ষা বিভাগ এবং আই কিউ এ সি। হেলথ ক্লাবের কনভেনর অধ্যাপিকা চন্দনা সাহা এবং শারীরশিক্ষা বিভাগের শিক্ষক ড। শ্যামসুন্দর প্রতিহার মহোদয়ের প্রচেষ্টায় বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা এন.এস.এস র ছাত্রছাত্রীদের সঙ্গে যৌথ ভাবে উদযাপন করে এবছরের যোগদিবস।
এবছরে যোগদিবসের থিম ছিল “নিজের এবং সমাজের জন্য যোগ”; সুচক বক্তব্যে অধ্যক্ষ ড. চন্দন রায় বলেন যোগের মুখ্য উদ্দেশ্য হল শরীর এবং মনের মধ্যে যোগাযোগ স্থাপন। তিনি বলেন ২১শে জুন হল উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন আর ওই দিন থেকেই শুরু সূর্যের দক্ষিণায়ন, যা ভারতীয় সংস্কৃতির পরম্পরায় যোগশিক্ষার আদর্শ সময় বলে বিবেচনা করা হয়। যোগ-গুরু ঋষি পতঞ্জলির যোগের শ্লোক ব্যাখ্যা করে তিনি জানান যোগ মনকে নির্মল করে, মুখের ভাষা কে শুদ্ধ করে, আর শরীর কে করে নীরোগ । অধ্যক্ষ ছাত্রছাত্রীদের আহ্বান জানান যাতে যোগকে তারা জীবনের অংশ করে নেয়, তাহলেই ভবিষ্যৎ জীবনে সাফল্য আসবে।
অধ্যাপিকা চন্দনা সাহা এবং আই কিউ এ সি কো-অর্ডিনেটর ডঃ অভিনন্দন দাশ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গী দিয়ে যোগদিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। ডঃ প্রতিহার বিশদে ব্যখ্যা করেন যোগের লক্ষ্য ও উদ্দেশ্য, দৈহিক উপযোগিতা এবং অষ্টাঙ্গ যোগের বিভিন্ন দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে রায়গঞ্জ যোগ একাডেমির প্রশিক্ষক শ্রী অরূপ সাহা। অনুষ্ঠানের শেষ হয় শ্রী অরূপ সাহার বিভিন্ন যোগব্যায়াম প্রশিক্ষণের মধ্যদিয়ে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। সমস্ত অনুষ্ঠানটি সুসঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সোহিনী রায়।