নিউজডেস্ক: মনিপুরের যে ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ, সেই ঘটনার ৭৮ দিন পর অবশেষে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনিপুরের নক্কার জনক সেই ঘটনার পর বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা মুখ খুললেও এতদিন চুপ ছিলেন প্রধানমন্ত্রী।

মহিলাদের নগ্ন করে হাঁটানো ও গণধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা নিয়ে কড়া মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। বিচারপতিদের বেঞ্চ জানাল,মনিপুরে শান্তি ফেরাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার না পারলে ব্যবস্থা নেবে খোদ সুপ্রিম কোর্ট।

মনিপুরের বিষয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘এই ঘটনা গ্রহণযোগ্য নয়। জাতিহিংসায় নারীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাংবিধানের লাঞ্ছনা চলছে। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা অস্বস্তির। আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। সরকার না পারলে আমরাই ব্যবস্থা নেব।

অন্যদিকে, বিচারপতি পিএস নরসিমহা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ অপরাধীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *