সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল 75 বছর। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সুব্রত রায়ের মরদেহ আজ (বুধবার) লক্ষ্ণৌয়ের সাহারা শহরে আনা হবে। এখানেই তাকে শেষ বিদায় জানানো হবে। সুব্রত তার স্ত্রী স্বপ্না রায় এবং দুই ছেলে সুশান্ত রায় ও সীমান্ত রায়কে রেখে গেছেন। কোম্পানির এক বিবৃতি অনুযায়ী, হৃদযন্ত্রের ও শ্বাসকষ্টের কারণে রায়ের মৃত্যু হয়েছে। সাহারা প্রধান বিহারের আরারিয়া জেলায় 10 জুন, 1948 সালে জন্মগ্রহণ করেন। কলকাতায় প্রাথমিক পড়াশোনা শেষ করেন। এরপর তিনি গোরখপুরের একটি সরকারি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। সুব্রত রায় গোরক্ষপুর থেকেই প্রথম ব্যবসা শুরু করেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।