নিউজডেস্কঃ সোমবার করনদিঘী ব্লকে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। আজ করনদিঘী ব্লকে বিডিও অফিসে সবুজ সাথী সাইকেল বিতরণ ঘিরে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। সমস্যা বৃদ্ধি পেলে মাদারগাছি হাইস্কুল ও আলতাপুর হাইস্কুলের ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে। ছাত্র ছাত্রীদের অভিযোগ, করনদিঘী বিডিও অফিস থেকে যে সাইকেল গুলো ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে সেগুলো পুরাতন। মরিচা পরা। কোনো ভাবেই চালানোর যোগ্য নয়।এর আগের দিন গুলোতেও যে সব সাইকেল দেওয়া হয়েছে সে গুলো চালাতে নিয়ে ত্রুটি গুলোর জন্য চালাতে সমস্যায় পরতে হচ্ছে। তারা সেই মরিচা পরা সাইকেল নেবে না।
অপর দিকে করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং বলেন, অনেক অনেক সাইকেল একসাথে তৈরি করা হয়েছে। বহুদিন ধরে তাতে ধুলো বালি পড়ে আছে। সে গুলো পরিস্কার করে ছাত্র ছাত্রীদের দেওয়া হবে।