নিউজডেস্ক:
রাজনীতির আঁচ পড়ল এবার স্কুল পড়ুয়াদের উপর।স্কুলে আসা বারন পড়ুয়াদের। পড়ুয়ারা স্কুলে পরীক্ষা দিতে আসলে লোকজন দিয়ে গালিগালাজ ও মারধর করানোর অভিযোগ উঠল স্হানীয় তৃনমূল নেতা শাহাওনাবাজ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ভয়ে রয়েছে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা। অন্যদিকে চাপ দিয়ে দুষ্কৃতীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূল নেতা শাহাওনাবাজ আলমের। তার দাবি নিজেরায় নিজের মধ্যে ঝামেলা লাগিয়ে গন্ডগোল করার চেষ্টা করছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা হাইস্কুলের।
জানা গিয়েছে শনিবার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকার পড়ুয়ারা স্কুলে আসলে পরীক্ষা দিতে বাধা দেওয়া হচ্ছে,, স্কুলে আসতে বারণ, গালিগালাজ ও মারধর করা হচ্ছে বলে অভিযোগ। খবর পেয়ে স্কুলে ছুটে আসেন কিছু মহিলারা।এরপর সন্ধ্যায় পড়ুয়াদের কে নিয়ে ইসলামপুর থানায় অভিযোগ জানাতে হাজির হন মহিলারা। গোটা ঘটনায় ভয়ে আতঙ্কে রয়েছে পড়ুয়া থেকে অভিভাবকরা।
উল্লেখ্য ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এলাকায় রাজনৈতিক কারণে গুলিতে নিহত হয় তৃণমূল নেতা শাহাওনাবাজ আলমের ভাই সিভিক ভলান্টিয়ার সাকিব আকতারের। প্রধান মেহেবুব আলম ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ।পুলিশ তদন্তে নেমে মেহবুব আলম সহ বেশকয়েজন গ্রেফতার করে। আরও বেশ কয়েকজনের নাম এফআইআরএ রয়েছে। শাহাওনাবাজ আলমের অভিযোগ কিছু দুষ্কৃতীরা তাকে চাপ দিচ্ছে এফআইআর তুলে নেওয়ার জন্য। তার জন্য এলাকায় অশান্তি লাগানোর জন্য এই চক্রান্ত করছে। তবে পড়ুয়ারা নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে গন্ডগোলের চেষ্টা করছে।যা হয়েছে পুলিশ সব দেখেছে বলে দাবি করেন তিনি।তবে স্কুলে কোনো পড়ুয়াকে আসা বারন বা গালিগালাজ, মারধর এইসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ