নিউজডেস্ক: প্রথমে প্রতারনা, পরে ব্ল্যাকমেলের হুমকি! আতঙ্কিত হয়ে অবশেষে আত্মহত্যা করলো ছাত্র। ঘটনাটি ঘটেছে ইসলামপুরে লালবাজার এলাকায়। আত্মহত্যার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পরে মুন্সিগছ এলাকায়। এরপর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভ আন্দোলনে সামিল হয় মৃতের পরিবারের লোকজন।
মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার লালবাজার এলাকার কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল সে।। স্থানীয় কয়েকজন দুষ্কৃতি তাকে কোনও এক ভিডিও ভাইরাল করার হুমকি দেয়।রবিবার বিকালে সম্ভবত এই অপমানে বিষ খেয়ে আত্মহত্যার করে সে।মৃত পড়ুয়ার নাম ইরফান আলি (১৫)।সে ক্লাস টেনের ছাত্র ছিল।ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাজ্য সড়কের মুন্সীগছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে।পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যাপারে আস্বস্ত করলে অবরোধ উঠে যায়।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।