রাজ্যের প্রাথমিক শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি করতে আগামীতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম করার পরিকল্পনা রয়েছে। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল।
আজ সোমবার শিলিগুড়ির বেশ কয়েকটি প্রাথমিক স্কুল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল। এদিন তিনি অন্যান্য পর্ষদ কর্তাদের সঙ্গে নিয়ে আচমকা পরিদর্শনে যান শিলিগুড়ি বরদাকান্ত প্রাথমিক বিদ্যাপীঠ । সেখানে গিয়ে বিদ্যালয়ের পঠন-পাঠনের পরিকাঠামো, শিক্ষাদানের পরিবেশ, শ্রেণীকক্ষের পরিবেশ, বিদ্যালয়ে শিক্ষাদানে কোনও পদ্ধতিগত ত্রুটি রয়েছে কি না তা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি।