নিউজডেস্ক:
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে স্হানীয় তৃনমূল নেতৃত্বদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক গুন ও ব্লক তৃণমূলের নেতৃত্বরা। বিক্ষোভকারী তৃণমূল নেতৃত্বদের অভিযোগ তাদেরকে অন্ধকারে রেখে কর্মসূচি করছে তৃণমূলের একাংশরা।
জানা গিয়েছে রবিবার ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি হয়। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুন ও ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
সেই কর্মসূচি করতে গিয়ে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা গ্রামে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের নেতৃত্বদের। বিক্ষোভকারী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী মহম্মদ হাসরুদ্দিন এর অভিযোগ তাকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি না জানিয়ে তার এলাকায় করছে। তাকে অন্ধকারে রেখে সমস্ত কাজ করছে। এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচনে তার বিপক্ষকে থাকা লোকজনদের টিকিট দেওয়ার কথা বলছে।। এইসব অভিযোগ তুলে তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুর করে।
অন্যদিকে বিক্ষোভের কথা অস্বীকার করেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক গুন। তিনি বলেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উনি আগে পৌঁছাতে পারেননি। তাছাড়া এখানে টিকিটের কোনও ব্যাপার নেই। বুথস্থরে যার নাম উঠে আসবে তাকে টিকিট দেওয়া হবে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ