বসন্ত উৎসবের আয়োজন করলো স্টেট ফার্ম কলোনী চলো পাল্টাই গ্রুপ ও সূর্যসেন স্পোর্টিং ক্লাব। এদিন সকালে স্টেট ফার্ম কলোনী সূর্যসেন স্পোর্টিং ক্লাব ময়দান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় এলাকার মহিলা, পুরুষ ও খুদেরা তার পাশাপাশি রাধা কৃষ্ণ সেজে আসে এলাকার বহু কচিকাঁচারা। এদিন এই শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর ফের সূর্যসেন স্পোটিং ক্লাব ময়দানে এসে শেষ করা হয়। এরপর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় এলাকার ক্ষুদে শিল্পীরা। সব মিলিয়ে এই বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠে স্টেট ফার্ম কলোনির বাসিন্দারা।