শূন্য পদে সঠিকভাবে নিয়োগ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান ও গণতন্ত্র রক্ষার দাবি নিয়ে তথা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারীদের রাজ্য কো অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা শুরু হয়েছে গত ১৭ই ফেব্রুয়ারি কোচবিহার থেকে এই পদযাত্রা শেষ হবে যাদবপুরে।
২২ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ এই পদযাত্রা প্রবেশ করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।এদিন রায়গঞ্জে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এই অধিকার যাত্রাকে সংবর্ধনা জানানো হয়।
মূলত এবিটিএ, এবিপিটএ, সি আই টি ইউ ও যুব ফেডারেশনের পক্ষ থেকে এই সংবর্ধনা সভা আয়োজন করা হয় রায়গঞ্জ দেহশ্রী মোড়ে। রাজ্য ও কেন্দ্র সরকারের তীব্র ভাবে সমালোচনা করেন গোটা মিছিলে স্লোগানে স্লোগান ওঠে।