নিউজডেস্ক: এন আর সি নিয়ে কেন্দ্র বিধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানী জোড়া সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রথমে চাকুলিয়া শিরশি হাই মাদ্রাস ময়দান পরেরটি করণদিঘীর কৃষাণ মান্ডির মাঠে বিশাল জনসভা করলেন। এই দিনের সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা কল্যাণী, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার, ডালখোলার টাউন সভাপতি গোপাল রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরয়াল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ১৪ নং জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, ১৩ নং জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, করণদিঘী ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, জেলা মহিলা সভানেত্রী চৌইতালি ঘোষ সাহা, সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা ।