নিউজডেস্কঃ ডিভিশন বেঞ্চে গিয়েও শেষ রক্ষা হলো না নবম দশমের অযোগ্য নিয়োগ প্রাপ্তিদের। OMR Sheet কারচুপির অভিযোগে চাকরি বাতিল নিয়ে পদক্ষেপ করতে কমিশনকে নির্দেশ দিয়েছিল Calcutta High Court এর সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অযোগ্য চাকরি প্রার্থীরা। কিন্তু ডিভিশন বেঞ্চে মিললো না স্বস্তি। ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার জানিয়ে দিল চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। সোমবারই মামলার শুনানি শেষ হয়েছে। দ্রুত রায় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিচারপতির বক্তব্য
হাইকোর্টের বিচারপতির স্পষ্ট বক্তব্য , নবম-দশমের নিয়োগের ক্ষেত্রে OMR কারচুপির যে অভিযোগ উঠেছে, তাতেই তথ্য প্রমানের ওপর ভিত্তি করে আদালত চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনও মেনে নিয়েছে,OMR এর প্রাপ্ত নম্বর আর তাদের সার্ভারের নম্বরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কমিশন তালিকাও প্রকাশ করেছে, তাই স্থগিতাদেশের কোনো প্রশ্নই নেই।
কমিশনের বক্তব্য
ধাপে ধাপে অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে খানিকটা সময় লাগবে বলে হাইকোর্টে হলফনামা পেশ করে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।OMR বিকৃতির অভিযোগে মোট ৯৫২ জনের নাম উঠে আসে। তাদের মধ্যে বর্তমানে চাকরি করছেন ৮০৩ জন।
আরও পড়ুনঃ