IDBI ব্যাংকের পক্ষ থেকে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে দেখা গেলো এক অভিনব উদ্যোগ। আইডিবিআই ব্যাঙ্কের ইসলামপুর শাখার পক্ষ থেকে মহান উদ্যোগ: স্কুলে ৬০টি ফ্যান ও একটি কম্পিউটার দান।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা উন্নয়নে মতো মহৎ কাজে নিয়োজিত হলো আইডিবিআই ব্যাংক। শুক্রবার শ্রীকৃষ্ণাপুর হাই স্কুলের পরিকাঠামগত উন্নতির স্বার্থে এবং ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে সুবিধার্থে তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল আইডিবিআই ব্যাংক। এদিনের এই কর্মসূচি আইডিবিআই ব্যাংক ইসলামপুর শাখার পক্ষ থেকে রাখা হয়। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ছাত্র ছাত্রীরা যেন তাদের নিজ কক্ষে স্বস্তিতে পঠন পাঠন চালিয়ে যেতে পারে সে কারণে বিদ্যালয় কর্তৃপক্ষকে ৬০ টি সিলিং ফ্যান তুলে দেয় IDBI ব্যাংক। তার সাথে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে একটি উচ্চমানের কম্পিউটারও প্রদান করা হয় আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে।
এই অভিনব উদ্যোগের ফলে শ্রেণিকক্ষের পরিবেশ আরও আরামদায়ক হবে এবং কম্পিউটার শিক্ষার সুযোগ পাবে বিদ্যালয়ের পড়ুয়া।
শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইডিবিআই ব্যাঙ্কের কর্মকর্তাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে তাদের বিদ্যালয়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার সাথে ব্যাংকের ও শ্রীবৃদ্ধি কামনা করেন। একই সাথে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরাও ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।