এবছর ৩০ শে নভেম্বর থেকে বন্ধ হয়েছে কাঁচা চা পাতা তোলার কাজ । টি বোর্ডের নির্দেশিকাকে অমান্য করে চোপড়ার বিভিন্ন এলাকায় চলছে চা পাতা তোলার কাজ বলে অভিযোগ । রবিবার সন্ধ্যায় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজীগছ এলাকায় একটি বাগান থেকে তোলা চা পাতা ধরেছে চোপড়া স্মল টি প্ল্যান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়ায় এলাকায় । এমনিতেই এ বছর ক্ষুদ্র চা চাষীদের কাঁচা চা পাতা নিয়ে চরম হয়রানির শিকার হতে হয়েছে । এলাকার ক্ষুদ্র চা চাষিরা জানিয়েছেন, টি বোর্ডের নির্দেশিকা মাথায় রেখে এবার লাস্ট রাউন্ডে তাড়াতাড়ি চা পাতা তুলে নিতে হয়েছে ।
কিছু অসাধু বাগান মালিক এখনো টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চা পাতা তুলছে বলে অভিযোগ । ক্ষুদ্র চা চাষীদের আক্ষেপ, তড়িঘড়ি পাতা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে । একদিকে দাম নেই, অন্যদিকে শ্রমিকের সমস্যা । মোটের উপর এবার সংকটের মধ্যেই কেটেছে গোটা বছর । এ বিষয় নিয়ে কি বললেন চোপড়া স্মল টি প্ল্যান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পার্থ ভৌমিক চলুন শুনে নেব