প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টর আজ এক সাংবাদিক সম্মেলন করেন।
তিনি এসআইআর সহ বাংলার পরিযায়ী শ্রমিক একাধিক বিষয় নিয়ে আজ কথা বলেন। ভিক্টর বলেন,
বীরভূমের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার প্রসঙ্গে বলছেন ১৪ বছর ধরে মুখ্যমন্ত্রী এখানে কোন কলকারখানা শিল্প কর্মসংস্থানের কোন ব্যবস্থাই করেন নি।
এস আই আর নিয়ে তিনি বলেন কেউ কোথাও ছুটবেন না, তিনি বলেন বিভিন্ন জায়গায় ছুটছেন সাধারণ মানুষ কেউ পঞ্চায়েত সমিতি কেউ গ্রাম পঞ্চায়েত কেউ উকিল বাবুদের কাছে অযথা ছুটবেন না নিশ্চিন্তে কাগজপত্র নিয়ে থাকুন।।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *