নিউজডেস্ক :
SIR-এর শুনানি নোটিশকে ঘিরে চরম উত্তেজনা উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার জেলার চাকুলিয়া ব্লকের কাহাটা এলাকায় নির্বাচন কমিশনের জারি করা শুনানি নোটিশের বিরোধিতায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন সাধারণ ভোটারেরা।
অভিযোগ, প্রথম দফায় শুনানির পর legal discrepancy দেখিয়ে ফের বহু ভোটারকে নতুন করে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এতে অকারণ হয়রানির আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ।
এই শুনানি প্রক্রিয়া অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কাহাটার পাশাপাশি বেহরিয়া ও শিরসী ভুইধর এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজনা সামাল দিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, “ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে।” নির্বাচন কমিশনের এই নির্দেশিকা প্রত্যাহার না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।