আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি মহিলা দলে জায়গা পেলেন শিলিগুড়ির রিচা ঘোষ। ২০২২ সালের যে সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি তাতে রিচার পাশাপাশি তালিকায় রয়েছেন আরও তিন ভারতীয়।  রিচা ছাড়াও আইসিসির বর্ষসেরার তালিকায় ভারতের যারা রয়েছেন তাঁরা হলেন, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা ও রেণুকা সিং। 

শিলিগুড়ির‌ রিচা মারকুটে ব্যাটার বলে পরিচিত

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি মহিলা দলে জায়গা পেয়েছেন শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা রিচা ঘোষ। ভারতের অন্যতম মারকুটে ব্যাটার হয়ে উঠেছেন রিচা। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫০-র উপরে ছিল। ১৮ টি ম্যাচে ২৫৯ রান করেছিলেন রিচা। তাঁর ঝুলিতে রয়েছে ১৩ টি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রেবোর্ন স্টেডিয়ামে ১৯ বলে অপরাজিত ৪০ রান করেছিলেন। ফলে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা করে নিতে সমস্যা হয়নি রিচার।

দেখে নিন সেরা একাদশে কারা আছেন

২০২২ সালে বর্ষসেরা টি-টোয়েন্টি দল

১) স্মৃতি মন্ধানা (ভারত)

২) বেথ মুনি (অস্ট্রেলিয়া)

৩) সোফি ডেভাইন (নিউজিল্যান্ড) (অধিনায়ক)

৪) অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া)

৫) তাহিলা ম্যাকগ্রাথ (অস্ট্রেলিয়া)

৬) নিদা দার (পাকিস্তান)

৭) দীপ্তি শর্মা (ভারত)

৮) রিচা ঘোষ (ভারত) (উইকেটকিপার)

৯) সোফি এক্সলেস্টন (ইংল্যান্ড)

১০) ইনোকা রানাভীরা (শ্রীলঙ্কা)

১১) রেণুকা সিং (ভারত)।

https://nb24x7.com/desh-prem-dibosh-celebration-cpim-islampur/

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *