নিউজডেস্কঃ শিলিগুড়িতে(Siliguri) ফুটপাত দখল মুক্ত করতে পুলিশের সহযোগিতায় পৌরনিগমের কর্মীরা পথে নামে। আজ শিলিগুড়ি হাসপাতালের সামনে থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে পুরনিগম।পুরনিগমের তরফ থেকে আজ সকাল ৯টা নাগাদ নোটিশ দিয়ে ফুটপাত ফাঁকা করতে বলা হয়। কিন্তু সেই নোটিশে কর্নপাত না করে সকাল থেকেই জবরদখলকারীরা দোকান নিয়ে বসে। এরপরই পুলিশের সহযোগিতায় পুরনিগমের কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় ফুটপাত ফাঁকা করতে সফল হয়।
প্রসঙ্গত, শিলিগুড়িতে যানজট বেড়েই চলেছে। তারপর ফুটপাত দখল করে দোকানীরা দোকান নিয়ে বসায় রাস্তা আরো সংকীর্ণ হয়ে পড়ছে।এরফলে প্রায়শই সমস্যায় পরছে পথচারীরা। এরপরে পুরনিগমের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।