ডালখোলায় আদিবাসী যুবক শ্যুটআউট কাণ্ডের আট দিনের মাথায় শ্যুটার গ্রেপ্তার। বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে যুবক খুন হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ধৃত নির্মল মার্ডি, ডালখোলা থানার জগদীশপুরের সুতরা বটতলার বাসিন্দা। বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে ডালখোলা থানার পুলিস। বিচারক ধৃতকে ১০ দিনের পুলিস রিমান্ডের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ১৪ নভেম্বর রাতে ডালখোলা ১ গ্রাম পঞ্চায়েতের জয়রামপুরের বাসিন্দা জেদা সোরেন ওরফে রাজা (২২) দুষ্কৃতীর গুলিতে খুন হন। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিস জোরকদমে তদন্ত শরু করেছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিস ধাপে ধাপে এগতে থাকে। অবশেষে আট দিনের মাথায় সাফল্য পায়। মৃতের পরিবার জানিয়েছে, রাজা দিনমজুরের কাজ করে সংসার প্রতিপালন করত। ঘটনার দিন পাড়ার পাশেই একটি মেলা বসেছিল। স্ত্রী ও দুই শিশু সন্তানদের নিয়ে মেলায় ঘুরতে গিয়েছিল। মেলা থেকে ফেরার পর শোওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় প্রস্রাব করতে বাড়ির সামনে রাস্তার কাছে যায় রাজা। সেসময় অন্ধকারে মাস্কে মুখ ঢাকা এক যুবককে দেখতে পায় রাজা। রাজা তাকে জিজ্ঞেস করে কে তুমি? ওই যুবক আদিবাসী ভাষায় কিছু উত্তরও দেয়। এর পরেই খুব কাছ থেকে রাজার বুকের ডানদিকে গুলি করে দুষ্কৃতী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় রাজার স্ত্রী শকুন্তলা কিস্কু সামান্য দূরেই দাঁড়িয়ে ছিলেন।
অভিযুক্ত নির্মল মাডিকে ডালখোলা থানার পুলিশ সরজমিনেয়ে ঘটনার পুনঃনির্মাণ শুরু করেন ( reconstruction) শুরু করেন ওই এলাকায় ।