শিবরাত্রির অনুষ্ঠানে মেতে ছিল গোটা দেশ। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে চায় যে সবাই। তা সে নারী হোক বা পুরুষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই ছবির ব্যতিক্রম ঘটেনি। আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের মথুরাও এর ব্যতিক্রম নয়। মথুরা চা বাগানের ভিতরে শতবর্ষ প্রাচীন এক শিব মন্দির রয়েছে। শনিবার ভোর থেকে সেখানে সারিবদ্ধ ভিড় নজর কেড়েছে সকলের। কিন্তু অন্য ছবিও নজরে এসেছে যা রীতিমতো কলঙ্কিত করেছে পুরো স্থানকে। মথুরা শিব মন্দিরের পাশে হাটখোলার মেলায় এদিন দিনদুপুরেই বসে জুয়ার আসর। এনিয়ে সবাই নিন্দায় সরব হলেও নির্বিকার মেলার উদ্যোক্তা থেকে প্রশাসন সকলেই।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে মথুরা হাটখোলায় মেলা শুরু হয়েছে। মূলত শিবপুজো ঘিরেই এই মেলার আয়োজন হয়ে আসছে বছরের পর বছর। মথুরা ক্যান্টিন মাঠে আর একটি মেলা শুরু হয়েছে। দু’ক্ষেত্রেই শুক্রবার রাতেও জুয়ার আসর বসে বলে অভিযোগ। শনিবার দিনদুপুরে মথুরা হাটের মাংস হাটের পাশেই জুয়ার আসর দেখা গিয়েছে। সেখানে সব মিলিয়ে প্রায় ২০টি বোর্ড বসেছিল। যেখানে বল, বোর্ড, চরকি সব ধরনের জুয়াই ছিল। বড় জুয়ার বোর্ডগুলি আবার কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। বহু মানুষ শুধুমাত্র জুয়া খেলতেই এই মেলায় আসেন বলে খবর। প্রতন্ত এলাকে থেকে মানুষ এই মেলায় এসে নিজেদের ভাগ্য পরীক্ষার নামে জুয়া খেলায় জড়িয়ে পরে।
তবে প্রকাশ্য দিনদুপুরে এমন জুয়ার আসর নিয়ে প্রশ্ন উঠছে। এদিন মেলার ভিতর পুলিশ থাকলেও জুয়ার আসরগুলির ধারেকাছে তাদের দেখা যায়নি। মেলায় পুলিশের চোখের সামনে এমন জুয়া খেলা চলায় অনেকেই বিস্মিত। যদিও পুলিশের দাবি, মেলাগুলিতে লাগাতার পুলিশি টহল চলেছে। সেখানে প্রকাশ্যে জুয়ার বোর্ড চলার কোনও অভিযোগ মেলেনি। মেলায় পুলিশের গাড়িও রয়েছে।
স্থানীয়দের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন তোলেন, ভোটের আগে ধর্মকে কেন্দ্র করে মেলা আর সেই মেলায় জুয়ার আসর নিয়ে মাথা ঘামাতে চায় না পুলিশ ও প্রশাসন কেউ কিন্তু কেনো? তা যতই অভিযোগ উঠুক বা প্রকাশ্যে হোক সেই জুয়া খেলা।