ভাইফোঁটার দিনে অভিনব উদ্যোগ ইসলামপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা
সিস্টার এন্ড ব্রাদার সোসাইটির। এদিন শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড়ে পথ চলতি গাড়িচালকদের দাঁড় করিয়ে ভাইফোঁটা দেওয়া হয়।এই উদ্যোগকে গাড়ি চালকরাও সাধুবাদ জানিয়েছেন। গাড়ির চালকদের ফোটা দেওয়া হয় তাদের মাথায় ধান দূর্বা দেওয়া হয় ও মিষ্টিমুখো করানো হয়।সিস্টার এন্ড ব্রাদার এর সদস্যরা বলেন আজকের দিনটা এইভাবে উদযাপিত করতে পেরে খুব ভালো লাগছে কারণ রাস্তায় ট্রাক ড্রাইভাররাও গাড়ির চালকেরা তারাও রাস্তায় জীবনযাপন চলে যায় তাই আমাদের ছোট্ট একটি উদ্যোগ যে তাদের ভাইফোঁটা দেওয়ার।