আজ শ্তক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার অন্তগত দোমহনা রাহাতপুর হাই মাদ্রাসায় স্মারকলিপি দিলেন বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন (SFI)।
রাহাতপুর হাই মাদ্রাসায় পড়াশোনা মান বাড়ানো সহ শিক্ষক নিয়োগ ,ভর্তির ফী কমানোর দাবি জানিয়ে তাঁরা স্মারকলিপি তুলে দেন রাহাতপুর হাই মাদ্রাসায় মাদ্রাসায় প্রধান শিক্ষক কে।
SFI সংগঠনের সদস্য নুর ইসলাম বলেন, রাহাতপুর হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সহ পড়াশোনা মান বাড়ানো সহ ছাত্র ছাত্রীদের ভতি ফ্রি কমানোর জন্য স্মারকলিপি দেওয়া হলো প্রধান শিক্ষকের কাছে।