নিউজডেস্ক: উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকে পঞ্চায়েত সমিতির অফিস ও করণদিঘী বাসষ্টান্ডে সুলভ শৌচাগার উদ্বোধন হয় এদিন।এছাড়াও নানাহার গ্ৰামে শ্মশান ঘাট চুল্লী, ও গোপালপুর বাসষ্টান্ডে যাত্রী প্রতিক্ষালয় উদ্বোধন হয় ।এদিন সুলভ শৌচাগার উদ্বোধন করেন উওর দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি পম্পা পাল। উপস্থিত ছিলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন, সহকারী সভাপতি খগেন চন্দ্র দাস, করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং , সহ করণদিঘী ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ধীমান বর্মন (বাপ্পা)। করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল বলেন প্রায় ১কোটি টাকার কাজ করা হয়।