নিউজডেস্ক:
সোমবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গিদরমারি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক এক করে প্রায় ১৫ টি দোকান ও বসতবাড়ি । এই বাজার অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়াতে বেশি সময় লাগেনি।প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।ঘটনা স্থলে দমকল পৌঁছানোর আগেই ১৫টির বেশি দোকান আগুনে পড়ে ছাই হয়ে যায় বলে খবর।এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও দুটি গবাদী পশু পুড়ে দগ্ধ হয়।
সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,আজ দুপুর বারোটা নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়।পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে।ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।বড় আকার নিয়েছিল আগুন। অল্পের জন্য রক্ষা পেল দুইটি গ্রাম।জানা যায়,এই বাজারে ছিল চায়ের দোকান,মুদির দোকান,ওষুধের দোকান ও ফার্নিচারের দোকান সহ বসতবাড়ি।বিধ্বংসী আগুনে দোকানঘরগুলি পুড়ে কাঠকয়লায় পরিনত হয়েছে। কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি বলে অনুমান।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
