বিয়ের মাত্র ১০মাসের মধ্যে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাচনা ডাঙ্গি এলাকায়। অন্যদিকে মেয়েকে খুন করেছে তার শশুর বাড়ির লোকজন বলে অভিযোগ ঐ গৃহবধূর বাড়ির লোকজনের। মৃত ওই গৃহবধূর নাম লিলি দাস (২৮)। তার দেড় মাসের এক পুত্র সন্তান ও রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় ১০ মাস আগে চাকুলিয়া থানার উত্তর রামপুর এলাকার যুবতী লিলি দাসের সাথে চোপড়া থানার কাচনা ডাঙ্গি এলাকার যুবক নিপেন বারুই এর সাথে সামাজিক ভাবে বিয়ে হয়। অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকে ওই গৃহবধূর সাথে তার শশুর বাড়ির লোকজন অত্যাচার চালাতে শুরু করে। বুধবার রাতে স্হানীয়দের মাধ্যমে জানতে পারেন তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপর তরিঘরি রাতে ওই গৃহবধূর শশুর বাড়ি উপস্থিত হন বাপের বাড়ির লোকজন। তারা গিয়ে দেখতে পান তাদের মেয়ে মৃত অবস্থায় খাটে পরে রয়েছে। মৃত ওই গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ, তাদের মেয়েকে শশুর বাড়ির লোকজনেরা মিলে খুন করেছে। এই ঘটনায় ওই গৃহবধূর শশুর বাড়ি লোকজনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। অন্যদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে। বৃহস্পতিবার ওই গৃহবধূর ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।