বর্তমানে পরিস্থিতিতে উদ্বিগ্ন সকল শ্রেনীর মানুষ। অচেনা অজানা লোক এলাকায় দেখলে তা আরো বেড়ে যায়। এবার এরকমই এক বহিরাগত ব্যক্তিকে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরিগছ গ্রামে। স্থানীয়রা এক ব্যক্তিকে দেখতে পান বাউরিগছ এলাকায় ঘুরাঘুরি করতে।যিনি আশেপাশের কোনো গ্রামের লোক নয় বলেও তারা জানতে পারেন । তারপর ওই গ্রামবাসীরা খবর দেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য রুমি খাতুন কে। ঐ ব্যক্তিকে গ্রামের লোকেরা পঞ্চায়েত সদস্যের বাড়িতে নিয়ে যায় বলে জানান পঞ্চায়েত সদস্য রুমি খাতুন । তিনি আরো জানিয়েছেন ঐ অজ্ঞাত ব্যক্তির নাম অবদেশ কুমার।বাড়ি উত্তর প্রদেশ বলে অনুমান রুমীর । খবর দেওয়া হয় দাসপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ কে। পুলিশ এসে ঐ ব্যক্তিকে নিয়ে যান বলে জানা যায়।