আজ, ০৪ ডিসেম্বর ২০২৪, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মিলনায়তন হলে দুপুর ১টায় “ভোক্তা অধিকার ও আইন: সুরক্ষা ও দায়বদ্ধতা” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজিত হয়েছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও কনজিউমার ক্লাবের উদ্যোগে, আইকিউএসি, ভোক্তা বিষয়ক বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের এফবিপি-র সহযোগিতায়।

একটি উদ্বোধনী সংগীতের মাধ্যমে এই শিক্ষামূলক কর্মসূচির সূচনা হয়। এরপর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, শিক্ষক পরিষদের সম্পাদক ড. রাখি দাস বিশ্বাস এবং বিশেষ অতিথি শ্রী প্রবীর অধিকারী (সহকারী পরিচালক) ও শ্রী সুপ্রতীক শোম (ভোক্তা কল্যাণ অফিসার)-কে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন শ্রীমতী প্রণতি মজুমদার, রাজনৈতিক বিজ্ঞান বিভাগের প্রধান এবং কনজিউমার ক্লাবের আহ্বায়ক। তিনি ভোক্তা অধিকার ও আইন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং দায়বদ্ধতা ও ভোক্তা ন্যায়বিচারের ধারণাগুলি ব্যাখ্যা করেন।

অধ্যক্ষ ড. চন্দন রায় ভোক্তা অধিকার বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন। তিনি অর্থনৈতিক তত্ত্ব ব্যবহার করে ভোক্তা ও বিক্রেতার ধারণা এবং তাদের মধ্যে সংঘাতের কারণগুলি বিশদে ব্যাখ্যা করেন। এছাড়াও, তিনি কলেজের ছাত্র-ছাত্রীদের কনজিউমার ক্লাব গঠনের জন্য অভিনন্দন জানান। এর মাধ্যমে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় জেলা পর্যায়ে প্রথম কলেজ হিসেবে একটি কনজিউমার ক্লাব প্রতিষ্ঠা করল।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্রীমতী সোহিনী রায় তার বক্তব্যে ভারতে ডিজিটাল মার্কেটপ্লেসের আগমনের পরে ভোক্তাদের পরিবর্তিত আচরণ এবং এর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ভোক্তা আইন ও প্রতিকার ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে আলোকপাত করেন।

বিশেষ অতিথিরা ভোক্তাদের অধিকার এবং সরকারের পক্ষ থেকে সরবরাহকৃত বিভিন্ন প্রতিকার ব্যবস্থা, অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই, বিস্তারিতভাবে আলোচনা করেন।

অনুষ্ঠানটি শেষ হয় একটি বিদায়ী বক্তব্য এবং রাজনৈতিক বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর নৃত্য পরিবেশনার মাধ্যমে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা এবং সমন্বয় করেন শ্রী উদয় ভট্টাচার্য, এসএসি‌টি II, রাজনৈতিক বিজ্ঞান বিভাগ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *