সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অদ্রীশ বিশ্বাসের স্মরণে আজ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল অদ্রীশ বিশ্বাস স্মারক বক্তৃতা -২। আজকের অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল- রবীন্দ্রনাথের অর্থনৈতিক চিন্তা এবং বাংলার গ্রাম সমাজ। মুখ্য বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. চন্দন রায়। সহ বক্তা হিসাবে ছিলেন ড. অভিনন্দন দাস, ড. সুজয় ঘোষ, ড. পুরুষোত্তম সিংহ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিভাগীয় শিক্ষিকা মৌমিতা দাস।
ড. সুজয় ঘোষ অনুষ্ঠানের মূল সুর সুন্দরভাবে ধরে দেন। ড. অভিনন্দন দাসের বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথের সমাজ- অর্থনীতি – রাজনীতির বিবিধ চিত্র। ড. পুরুষোত্তম সিংহের কথায় উঠে আসে গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, পল্লি উন্নয়ন, কৃষি বিকাশ, ধনতান্ত্রিক অর্থনীতির বদলে সমাজতান্ত্রিক অর্থনীতির প্রতিষ্ঠা কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনা করেন।
অধ্যক্ষ ড. চন্দন রায়ের বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথের অর্থনীতির নানাদিক। আজকের অর্থনীতির নানা বীজ কীভাবে রবীন্দ্র চিন্তায় লুপ্ত ছিল তা তিনি সবিস্তারে আলোচনা করেন। মুনাফার উৎপাদন বাদ দিয়ে স্থিতিশীল উন্নয়ন কীভাবে ঘটানো সম্ভব তা নিয়ে আলোচনা করেন। গ্রাম বাংলার পল্লি চিত্রের মধ্যে কীভাবে অর্থনীতির নানা সমস্যার চিত্র ছিল এবং গ্রামীণ পরিকাঠামোকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা নতুন দিকের উন্মোচন করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. পুরুষোত্তম সিংহ।