নিউজডেস্ক:
রায়গঞ্জ, ১১ই নভেম্বর,
ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আয়োজিত হল “A Just Transition to Sustainable Lifestyle” শীর্ষক একদিনব্যাপী সেমিনার। এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও কনজিউমার ক্লাব, আইকিউএসি-র সহযোগিতায়। সেমিনারের সূচনা হয় দুপুর ১২টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী স্নিগ্ধা মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. চন্দন রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শ্রীমতী প্রণতি মজুমদার, আইকিউএসি সদস্যবৃন্দ, কনজিউমার অ্যাফেয়ার্স ক্লাবের আহ্বায়ক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
প্রারম্ভিক ভাষণে শ্রীমতী প্রণতি মজুমদার ভোক্তা অধিকার ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জন্য কলেজে কনজিউমার ক্লাবের কার্যক্রমের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন।
মূল বক্তৃতায় অধ্যক্ষ ড. চন্দন রায় বলেন, “ভোক্তা অধিকার কেবল ব্যক্তিগত প্রয়োজনে নয়, টেকসই উন্নয়ন ও ন্যায়নিষ্ঠ জীবনধারার মূল ভিত্তি।” তিনি ভোক্তা অধিকার ও টেকসই জীবনের আন্তঃসম্পর্কের দিকটি বিশদভাবে ব্যাখ্যা করেন।
প্রযুক্তিগত অধিবেশন-I তে অতিথি বক্তা শ্রী প্রভীর অধিকারী, সহ-পরিচালক, ভোক্তা বিষয়ক দপ্তর, রায়গঞ্জ, শিক্ষার্থীদের ভোক্তা অধিকার কার্যকর করার উপায় এবং টেকসই অভ্যাসের প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রযুক্তিগত অধিবেশন-II তে শ্রী সুপ্রতিক সোম, ভোক্তা কল্যাণ আধিকারিক, ন্যায়, সমতা ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে ভোক্তার অধিকার সম্পর্কিত গভীর দিকগুলি তুলে ধরেন।
সেমিনারের সমাপ্তি ঘটে সহকারী অধ্যাপিকা ও আইকিউএসি সদস্য শ্রীমতী সোহিনী রায়-এর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতার মাধ্যমে।
এই একদিনব্যাপী সেমিনার শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব উপলব্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।