এক টোটো চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টোটো ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে চোপড়ার বেরং ব্রিজ এলাকায় । জানা গিয়েছে,
চোপড়া এলাকায় তিন মহিলা যাত্রী টোটোতে উঠেন কাঁচাকালি যাওয়ার উদ্দেশ্যে। এরপর বেরং ব্রিজের কাছে যেতে অন্যদিকে যাওয়ার জন্য টোটো চালককে অনুরোধ করেন। যাত্রীদের কথা মতো টোটো চালক সেখান থেকে বেক করার সময় ৩ জন দুষ্কৃতী এসে ওই টোটো চালককে ঘিরে ফেলে। এবং মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টোটো ছিনতাই করে পালায়। টোটো চালক ভোজপুরানিগছ এলাকার বাসিন্দা সুমিত লাল সিংহ জানান চোখ বেঁধে করে আমাকে মারধর করা হয় , আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমার টোটো নিয়ে পালিয়ে যায়। দুষ্কৃতীদের হাত থেকে কোনোমতে প্রাণে বেঁচে বাড়ি ফিরি । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার এবিষয়ে চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই টোটো চালক।
