নিউজডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে ১৪৪ ধারা মোতায়েন ইসলামপুর বিডিও অফিস চত্বরে। চলছে তৃতীয় দিনের নমিনেশন পর্ব। সকল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি নমিনেশন জমা করবেন। সেই নমিনেশন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী।
সেই কারণে ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইসলামপুর বিডি অফিস চত্বরে আসেন। রাজনৈতিক দলগুলি নমিনেশন প্রক্রিয়ার ডিসিআর কাটার জন্য ভিডিও অফিসে এসেছেন
এবং সেই কারনে সেই এলাকায় প্রচুর সংখ্যক রাজনৈতিক সমর্থকদের ভিড় জমে যায়।
সেই ভিড়কে সরানোর জন্য ইসলামপুর থানা আইসি বিশাল পুলিশ বাহিনী দিয়ে সরিয়ে দেন। বর্তমানে নমিনেশন প্রক্রিয়ার সুষ্ঠুভাবে চলছে এবং পুলিশ প্রশাসন বিডিও অফিস চত্বরে মোতায়ন রয়েছে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ