এ যেন হার মানাবে মহেশ ভাটের যে কোন রগরগে থ্রিলারকে। আছে সমস্ত উপকরণ – শেয়ার মার্কেট, হত্যা,জালসাজি। ঘটনা তেলেঙ্গানা রাজ্যের।
প্রায় এক কোটি ক্ষতি শেয়ার মার্কেটে
বছর খানেক আগে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছিল শেয়ার মার্কেটে। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে নিজের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগ উঠল এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। উদ্দেশ্য ছিল বিমার মোট ৭ কোটি টাকা হাতানো।
৭ কোটি ৪ লক্ষ টাকার বিমা কেনেন
অভিযুক্ত তেলেঙ্গানা স্টেট সেক্রেটেরিয়েটের অ্যাসিসট্যান্ট সেকশন অফিসার। বছর খানেক আগে শেয়ার মার্কেটে ৮৫ লক্ষ খোয়া যায় তাঁর। এর পরেই সরকারি আধিকারিক, তাঁর স্ত্রী এবং আরও দুই আত্মীয় পরিকল্পনা করেন বিমার টাকা হাতানোর। এই সময়ে ৭ কোটি ৪ লক্ষ টাকার ২৫টি বিমা কেনেন তিনি। কিছুদিন পরে একটি গাড়িতে একশ শতাংশ দগ্ধ একটি মৃতদেহ উদ্ধার হয় নিজামাবাদ স্টেশনের কাছে। মৃতের সঙ্গে ছিল একটি আইডি কার্ড। সেটি ওই সরকারি আধিকারিকের।
গ্রেপ্তার আধিকারিক
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা হয় সরকারি আধিকারিকই বুঝি মারা গিয়েছেন। পরে পুলিশকর্মীরা জানতে পারেন স্টেট সেক্রেটেরিয়েটের অ্যাসিসট্যান্ট সেকশন অফিসার বহাল তবিয়তে রয়েছেন। ভুয়ো খবর ছড়ানো, বীমা সংস্থাকে প্রতারণা, এমনকী খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই সরকারি আধিকারিককে।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পুড়িয়ে দেন
পুলিশ সূত্রের খবর, নিজামাবাদ রেল স্টেশনে এক ব্যক্তিকে জোর করে মাথা মুড়িয়ে দেয় অভিযুক্ত ও তাঁর দুই সঙ্গী। এরপর তাঁকে সরকারি আধিকারিকের পোশাক পরতে বাধ্য করা হয়। পরে একটি গাড়িতে তোলা হয়। যেটিকে আগে থেকেই পেট্রল দিয়ে ভেজানো ছিল। অজ্ঞাত ব্যক্তি গাড়িতে উঠতেই তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে তেলেঙ্গানা পুলিশ।