রবি আড্ডায় তপন রায়
ভাবছি
আমার চিৎকারে হারিয়ে যাবে মিথ্যে বিজ্ঞাপন,
অশ্লীল ডি.জে.র সন্ত্রাস সত্যি কি পারছি বল্
যখনই ভাবছি তোকে হৃদয়ে জাগছে ক্ষত
দুঃখেরা কণ্ঠে পাথর
গণতন্ত্রের স্তম্ভগুলি ঘোরাতে চাইছে মুখ
সুকৌশলে ক্ষতস্থানে শাসক ঢালছে নুন
মঙ্গল হয়েছে তাতে জ্বালাময় হয়ে উঠছে আপামর স্বর গর্জনে গর্জনে দুঃখের শিলা গলে গলে জলরাশি
ফুলে ফেঁপে অর্ণব
ঢেউয়ে ঢেউয়ে ভেঙে পড়ছে লৌহ প্রাচীর
সশরীরে পারবিনা জানি দূর থেকে দ্যাখ্
শান্তি পা,আমরা যুদ্ধে আছি ভয় পাচ্ছিনা।