রবি আড্ডায় সোহম ভট্টাচার্য
বেনামী হাজার কাগজফুলের ভিড়ে
রাস্তা বুনেছে স্বপ্নেরা , রকমারি।।
তুমি যদি বলো , ছন্দের সাথে সুরের
অমলিন শত সাঁকো বেঁধে দিতে পারি।।
রোদে মেঘে মিশে একাকার গোটা দিন।
আলো দিয়ে মোড়া শহরের সন্ধ্যেরা।।
প্রতি চুমুকেই ভালোবাসা অফুরান।
মনের মুঠোরা আদরের মাঝে ঘেরা।।
হাওয়ার আঁচলে প্রেমের কবিতা রাখা।
সহযোদ্ধার মতো ছুটছি তোমার পাশে।।
কথাদের ঠোঁটে এঁকে দেবো রামধনু।
শুধু তোমার স্পর্শ চেয়েছি , অভ্যাসে।।
তোমার সঙ্গে হেঁটে যাবো বহুদূরে।
হৃদয়ের গাঁয়ে সাজো সাজো কলরব।।
তোমার দুচোখে তাকিয়ে বুঝতে পারি,
এখন এ জীবনে প্রতিদিনই উৎসব।।