রবি আড্ডায় সোহম ভট্টাচার্য
তুমি একা উজ্জ্বল,ছবি তুলে টাঙ্গিয়েছো সুখও
বাকিসব নামহীন,ইত্যাদি প্রভৃতি প্রমুখ
অথচ পিছিয়ে যাও,বেড়ে ওঠে গ্লানির ওজনও
যে যার কর্মে,আর তুমি বসে ক্ষয়ক্ষতি গোনো
এতোটা ঈর্ষা তুমি কীভাবে বহন করো প্রিয়?
সময় সুযোগ বুঝে মাঝে সাঝে ছুটিছাটা নিও