রবি আড্ডায় স্বর্ণা দাস
দেখ তোমায় ভালোবাসি
এই ব্যর্থ প্রেমের গানে
আমার বালিশ ভেজা বিছানা
তার অর্থ টুকু জানে
ঠিক আগের মতই খুঁজবো
তোমার পরম ঠোঁটের লাল
কিছু হলদে রঙের বিষণ্নতা
নীলাভ বৈকাল
এই ধূসর উপত্যকায়
এই মনখারাপের দেশে
জানি আমরা একা নয়
যাদের রঙ ফুরাল শেষে
এই ফ্যাকাশে ক্যানভাসে
তুলির টান গিয়েছে কেঁপে
তুমি ঘুম যেও না…!