রবি আড্ডায় তৃষ্ণা বসাক
এই বৃত্তের বাইরে সহজিয়া গান আছে, তুমি শুনবে কি?
ওই যে ডুলুং নদী বালি মেখে জ্যোৎস্না মেখে পড়ে আছে-
ওর বুকে বেশি জল নেই, তবু সে ভাসাতে পারে যে কোন রমণে,
ভাসানোও কলা এক, যে রমণী জানে, সেই জানে,
তার পাশ ফেরা মুখও তোমায় স্খলিত করতে পারে দুপুরের ঘ্রাণে
তাকে তুমি উপেক্ষা কোরোনা,
এই জীবনের বাইরে অন্যতর খেলা আছে, হাওয়াবন্দুকের,
তিন পাত্তি, জোড়া মেয়ে, রাক্ষুসে শালগম-
ট্রিগার টেপার আগে হেঁটে এসো তুচ্ছ দু কদম।