রবি আড্ডায় সোহম ভট্টাচার্য
তোমার সঙ্গে বিচ্ছেদ হোক রোজ । শরীরের হলুদ খামে ,
গোধূলির চিঠি। বসন্ত আঁকুক মৃত্যু,অপ্রেমের ।
বিনিময় হোক ক্ষত , আদর । ভেঙে যাক দুঃখের সাঁকো ।
সিঁদুরে আলোয় , আলতা রঙের ভিড়ে মিশে থাকো ।
তোমার সঙ্গে বিচ্ছেদ হোক রোজ । মেঘেদের পাড়া জুড়ে
লেগে যাক ট্রাফিক জ্যাম । ভিজে যাক অলিগলি । সুরের
সাত ঘরে রাখা থাক আদিখ্যেতা , ঝগড়া , অভিমান ।
তাজমহলের গায়ে জোৎস্নার তুলি লিখুক উপাখ্যান ।
তোমার সঙ্গে বিচ্ছেদ হোক রোজ । না বলা সব কথা রা
ধূলোর নকশা , বিছানার চাদরে চাপা থাক ওরা ।
তুমি এড়িয়ে যাবেনা নিশ্চিত । এ ধুলো মাখবে
গায়ে , সবাই ছেড়ে চলে গেলেও এই তুমিই থাকবে ।
তোমার সঙ্গে বিচ্ছেদ হোক রোজ , মাঝবয়স কিংবা কৈশোর ।
বয়সের পায়ে পায়ে বাড়বে সবকিছুর বাজারদর ।
বুড়ো হতে হতে ক্লান্ত হবে দেহের পশম । বারবার ,
তোমায় জড়িয়ে ধরে বলবো , “তুমিই আমার সংসার।”
তোমার সঙ্গে বিচ্ছেদ হোক রোজ । কথাকাটাকাটি হোক ,
ঠিক যেমন কোনও বিরোধী দলনেতা আর শাসক ।
এমন ভাবেই একশোটা গোটা শতাব্দী যাক বয়ে ,
যত্ন করে ভালোবেসে আঙুলে আঙুল ছুঁয়ে ।