রবি আড্ডায় স্বর্ণা দাস
ঘুম দাও পাখির মতো
সকালের ঘাস করোটি ছুঁয়ে
শব্দ ও সাঁতার।
বেঁধে রাখা উঠানের আহাঃ
এভাবে পথ নিয়েছি
আদপে কিছু নয়।
ডুব লুকিয়ে রাখি আলনায়
কেবল,
কেবল ফেরানো
একা
দাও
ফুলের তরোয়াল আর বেবিকর্ন।
ফ্যালফ্যালে ডালভাত তারপর
ক্রমশ ঘড়ুয়া বসে থাকা দুপুর
গামছার
বাঁকের
কাছে
পল্টনী
অভ্যন্তর ঝুলে আছে বদলে বদলে পাকুড় তোরাপ
শুধু,
মুখের জানালা জুড়ে সাইকেল
ফর্সা গন্ধ মেখে অনুরোধের আসর।