
রবি আড্ডায় সন্দীপ ঝা
‘জীবনসুধা’ উপচানো ক্লান্তির দৈর্ঘ্য
যেন পৃথিবীর দীর্ঘতম নদী
এই যে নদীজল, ভিজিয়ে নেওয়া এই শার্ট
হয়তো শুকাবে কাল,কোনো অন্য শহরের ছাদে
কষ্টের গন্ধেরা উড়ে উড়ে আসবে
টুকরো আলাপের মত,হ্যাঙারের আশেপাশে
তবু সব অহংকার চন্দ্রবিন্দু!
সব সন্ধির প্রস্তাব, এখনও নত করে রাখে
জলের ভিতরে ভিতরে এই যে এত ঢেউ,
ঢেউ এর ভিতরে ভিতরে এত আহাম্মক অন্ধকার,
চিনেছে চমকের ফাঁদ !
শূন্য ভরসার কাঁধ,
জানে- এই অনিবার্য বদলে যাওয়া
ভয়ঙ্কর প্রতিহিংসার চেয়েও হিংস্র…